সংবাদ শিরোনাম

recent

সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাই ‘জাতীয় সমাবেশ’ সফল করতে সুনামগঞ্জ জেলা জামায়াতের আহবান


জনপদ ডেস্ক :

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখ।।


শুক্রবার  (৪জুলাই)সকাল১১টায়  সুনামগঞ্জ  জেলা কার্যালয়ে আয়োজিত ‘জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে জরুরি জেলা বৈঠক অনুষ্ঠিত হয়।জেলা আমীর উপাধ্যক্ষ  মাওলানা তোফায়েল আহমেদ খান  বৈঠক থেকে এই আহ্বান জানান। জামায়াতের জেলা  সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা নায়বে আমীর এডভোকেট শামসুদ্দিন, জেলা শ্রমিক কল্যান সভাপতি ও নায়বে আমীর মোমতাজুল হাসান আবেদ,জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য শাহ আলম,অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, মাস্টার নুরুল ইসলাম, মাওলানা আব্দুল কবির,এডভোকেট রেজাউল করিম তালুকদার, মাওলানা হাবিবুর রহমান, মো.আবু রাহী,ডা.হারুনুর রশিদ, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন। 


এছাড়া আরও বক্তব্য রাখেন বিভিন্ন উপজেলা ও পৌরসভার আমীর,নায়বে আমীর ও সেক্রেটারিবৃন্দ।

সভায় জানানো হয়, শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করেন তারা।


জামায়াতের সাত দফা দাবি হলো— সব গণহত্যার বিচার নিশ্চিত করা, প্রয়োজনীয় মৌলিক সংস্কার গ্রহণ, ‘জুলাই সনদ ও ঘোষণাপত্র’ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ ও রাজনৈতিক লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাই ‘জাতীয় সমাবেশ’ সফল করতে সুনামগঞ্জ জেলা জামায়াতের আহবান Reviewed by প্রান্তিক জনপদ on 7/04/2025 12:59:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.